ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁর সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, হল, অনুষদ, বিভাগ, বিভিন্ন পরিষদ, ছাত্র-সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে , ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে (১২টা ০১মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মোমবাতি প্রজ্বলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet