ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ১১ শতাংশ

ইবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাশ ১১ শতাংশ

ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার ১১ শতাংশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন ইউনিট সমন্বয়কারী প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে ‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫ টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬ শত ৩৭ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৪ হাজার ৯ শত ৫৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৮১৫জন শিক্ষার্থী। পরীক্ষায় শতকরা পাশের হার ১১ শতাংশ।

ফলাফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্র্মন প্রমুখ উপস্থিত ছিলেন।



ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *