মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ন

ইবির শহীদ মিনারে আবর্জনা কুড়ালো বুনন

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ৫.৪০ পিএম

আজাহার ইসলাম, ইবি


২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঘড়িতে সময় ১২ টা ১ মিনিট। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঢল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে।

জুতা খুলে উঠতে হবে শহীদ মিনারে। জুতা যেন ময়লা না হয় সেজন্য পলিথিন ব্যাগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকলে জুতা রাখছে পলিথিন ব্যাগে। অনেকে আবার ব্যাগে ভরে জুতা হাতে নিয়েও ফুল দিচ্ছে। ফুল দিয়ে নেমে পলিথিন ফেলে দিচ্ছে যেখানে সেখানে। এতে অপরিচচ্ছন্ন হয়ে পড়েছে শহীদ মিনার এলাকা।

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন এলাকায় এসব ময়লা কুড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছসেবী সংগঠন বুনন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে এসব ময়লা কুড়ায় তারা।

এসময় উপস্থিত ছিলেন বুননের সভাপতি ইজাবুল বারী, সাধারণ সম্পাদক সাগর আলী, কোষাধ্যক্ষ রাফিউল ইসলাম। এছাড়াও সংগঠনটির সদস্য শাওন, প্বার্থ, প্রান্ত, শাকিল, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ইজাবুল বারী বলেন, ‘আমরা মুলত পলিথিন কুড়িয়েছি সবাইকে সচেতন করতে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। যার যার পলিথিন ব্যাগ ডাস্টবিনে ফেললেও শহীদ মিনার অপরিচচ্ছন্ন হতোনা।’

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বিভিন্ন ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট ও শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার কাউন্সিল করে থাকে সংগঠনটি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today