রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:০০ পূর্বাহ্ন

ইবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ১১ শতাংশ

  • আপডেট টাইম শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৭.৫৫ পিএম

ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাশের হার শতকরা ১১ শতাংশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর- রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান।

‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. জাকারিয়া রহমান জানান, ‘সি’ ইউনিটে এ বছর ৪৫০টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৩০জন শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭ হাজার ৭২৬ জন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩৬ জন শিক্ষর্থী।
ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেপাওয়া যাবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রউপদেষ্টা ড. পরেশ চন্দ্র বম্র্মন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today