ইবি ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ইবি ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

ইবি প্রতিনিধি


ছাত্রলীগের দুই গ্রুপের মুখোমুখি অবস্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের ক্যাম্পাসে আসার সংবাদ পেয়ে ক্যাম্পাসে অবস্থান করছে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা।

এদিন সকাল ১১ টার দিকে দলীয় টেন্ট থেকে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের দিকে যায়। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীরা মুখোমুখি হলে কয়েকজন আহত হয়। দুই গ্রুপের মুখোমুখি অবস্থানে বড় ধরণের সংঘাতের সম্ভাবনা রয়েছে। ফলে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝেও। ক্যাম্পাসের পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

অর্থের বিনিময়ে কমিটি, নিয়োগ বানিজ্য, আদালত অবমাননাসহ নানা অভিযোগে ক্যাম্পাসে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা।

ইবির দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, “যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী, র‍্যাব ও গোয়েন্দা বাহিনী মাঠে রয়েছে।”

ক্যাম্পাস টুডে/এসকে

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet