ইবি ছাত্রলীগ সাধারণ সম্পাদককে কারাগারে প্রেরণ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ইবি টুডেঃডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলী আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। রাকিবকে কারাগারের প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ইবি থানার ওসি জাহাঙ্গীর আরিপ।

তিনি জানান, “শনিবার সকাল ১০ টায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ হেফাজতে থাকা রাকিবকে আদালতে হাজির করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।”

এর আগে শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় রাকিবকে গ্রেফতার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করেন শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।

দ্য ক্যাম্পাস টুডে।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)(ক), ৩১(১) এবং ৩৫ (১) ধারায় গত ২ নভেম্বর মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds