ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি।
মঙ্গলবার দুপুরে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতির কার্যালয়ে তাঁকে এ শুভেচ্ছা জানায় সমিতির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন জেলাকল্যাণের সভাপতি খন্দকার খাদিজা ইয়াসমিন ইতি, সহ-সভাপতি রাকিবুল হাসান, শাহজাহান সুইট, সাধারণ সম্পাদক সিয়াম খান, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা রওশন আরা রিপা প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক কাজী আখতার হোসেনের গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সিনিয়র অধ্যাপক এবং সদ্য চালুকৃত মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৫ ডিসেম্বর প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’র হয়ে তিনি ইবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন।