ইবি শিক্ষার্থীদের ডাটা কিনতে সাড়ে ৩ লাখ টাকা দিল শিক্ষকরা

ইবি শিক্ষার্থীদের ডাটা কিনতে সাড়ে ৩ লাখ টাকা দিল শিক্ষকরা

মোঃ সোহানুর রহমান, ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে সমপরিমাণ অর্থ থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে সাড়ে তিন লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে ৷

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অফিসের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ৷

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ৷

এদিকে করোনা সংক্রমণ শুরুর দিকে শিক্ষকদের ১ দিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয় ৷ অবশিষ্ট প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় চেয়ারম্যানদের হাতে তা তুলে দেয়া হয়েছে ৷

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *