ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সামনে তারা এ মানববন্ধন করে। এদিকে মাববন্ধনের পরেই কুশপত্তলিকা দাহকারীরা ড. মাহবুবর রহমানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের বর্তমান নেতা-কর্মীরা।
ক্যাম্পাস সূত্রে, গত ১৯ নভেম্বর (মঙ্গলবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরমের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা। এসময় ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে ছাত্রজীবনে শিবির সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মানববন্ধনের পরে তারা উপাচার্যের সাথে দেখা করতে যায়। এসময় উপাচার্যের কার্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের পদোন্নতি নিয়োগ বোর্ডের সভা চলমান ছিল। তারা কোন অনুমতি ছাড়াই জোর করে ভিসির কার্যালয়ে প্রবেশ করে। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপাচার্যসহ বোর্ডের সদস্যরা।
এ সময় সাবেক ছাত্রলীগের রোজদার আলী রুপম, ইলিয়াস জোয়ার্দ্দার, হাবিব, দেলোয়ার, লিটন, টিটু, মাহবুবসহ বহিরাগত মিলে প্রায় ৪০জন ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা বলেন, ‘যারা প্রগতিশীলতা চর্চা করে তাদেরকে শিবির বানিয়ে হেনস্থা করা হচ্ছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশকে বিনষ্ট করার জন্য কুচক্রি মহল কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী হিসেবে এর প্রতিকার চাই।’
এদিকে মাববন্ধনের পরেই বর্তমান ছাত্রলীগের নেতা-কর্মীরা সাবেক প্রক্টরের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন ঘুরে দলীয় টেন্টে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে তারা ‘মাহবুবের গুন্ডারা হুশিয়ার সাবধান, মাহবুবের চামচারা হুশিয়ার সাবধান বলে’ স্লোগান দিতে থাকে।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘সাবেক ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার কাছে এসেছিলো। গত মঙ্গলবারের ঘটনায় একজন শিক্ষকের সম্মানহানি হয়েছে তাই তারা নিন্দা জানিয়েছে। তাদের বিচারও দাবি করেছে তারা।’
দ্য ক্যাম্পাস টুডে।