ইসরাইলি গুলিতে ‘চোখ’ হারালেন ফিলিস্তিনি ‘সাংবাদিক’!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি মোয়াজ আমারনা নামে এক সাংবাদিকের চোখ হারানোর ঘটনা গোটা বিশ্বে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গুলির কারণে তার চোখে ‘গুরুতর’ জখম হয়েছে বলে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার পশ্চিম তীরে একটি বিক্ষোভের নিউজ কভারেজের মূহুর্তে হানাদার বাহিনীর গুলিতে বাম চোখ হারান ওই সাংবাদিক। ঘটনাটি ফিলিস্তিনসহ সারা পৃথিবীতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এ ব্যাপারে সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালীন ইসরাইলি বাহিনী ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি করে।

সাংবাদিক ইসরাইলের সীমান্ত পুলিশ দাবি করেছে, গত শুক্রবারের প্রতিবাদে সাংবাদিক আমারনাকে টার্গেট করা হয়নি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় ওই সাংবাদিক গুলিবিদ্ধ হন।

এদিকে আমারনার পরিবার জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের জানিয়েছে যে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds