ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রফিকুল ইসলাম

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রফিকুল ইসলাম

ডেস্ক রিপোর্ট


গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এম রফিকুল ইসলাম।

আজ (১ সেপ্টেম্বর) তিনি আইইউটিতে যোগদান করেন।

তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নেভাল আর্কিটেকচার ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৯ সালে অধ্যাপক পদ মর্যাদায় উত্তীর্ণ হন। তার কর্মজীবনে বুয়েট ছাড়াও সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের মেরিন টেকনোলজি বিভাগের অধ্যাপক, মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এ খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের সদস্য ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *