ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ল্যাবরেটরি উদ্বোধন অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিজ্ঞান অনুষদে কেন্দ্রীয় ল্যাবরেটরির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ল্যাবরেটরি তিনটির উদ্বোধন করেন।

কেন্দ্রীয় ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুনতাসির রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. আশকারী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় এতোদিন আন্তর্জাতিকীকরণের প্রথম ধাপে ছিলো। এখন দ্বিতীয় ধাপে নতুন-নতুন গবেষণা ও উদ্ভাবনের পথে আমরা যাত্রা শুরু করলাম।”

আইডিবির অর্থায়নে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় সেন্ট্রাল ল্যাবরেটরিটি স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থী ও গবেষকরা এখানে গবেষণার সুযোগ পাবে। অধ্যাপক ড. দীপক কুমার পাল এ ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়োফিজিক্স এন্ড বায়োমেডিসিন রিসার্চ ল্যাবরেটরি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগে জিওস্পেশাল এনালাইসিস এন্ড ক্লাইমেট মডেলিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক, সিন্ডিকেট সদস্য ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রেস প্রশাসক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আলীমুজ্জামান (টুটুল), সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল-আল-মোহিত, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক প্রমুখ ল্যাবরেটরি তিনটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *