ঈদে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়িতে যেতে পারবে জবি শিক্ষার্থীরা

ঈদে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়িতে যেতে পারবে জবি শিক্ষার্থীরা

ফারহান আহমেদ রাফি, জবি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে চলছে কঠোর শাটডাউন এমন পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ঢাকাতেই আটকে পরেছেন। তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাসের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন একটি বিজ্ঞপ্তিতে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ) বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলাে।

কোন শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধান-এর ই-মেইলে সফটকপি প্রেরণ করতে নির্দেশ দেওয়া হলাে।

আবেদনপত্র জমাদানের স্থান:
প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ) অফিস, জবি। আবেদনপত্র জমাদানের সময় ও সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ আগামী ১৩/০৭/২০২১, মঙ্গলবার ২.০০ ঘটিকা পর্যন্ত।

এবিষয়ে জানার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড ইমদাদুল হক কে একধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য , ঈদে বাড়িতে যেতে বিশ্ববিদ্যালয়ের বাস চেয়ে ,৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিলো

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *