উৎসব মুখর পরিবেশে চলছে কুবিসাসের নির্বাচন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

কুবি প্রতিনিধি


উৎসব আমেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২০ শুরু হয়েছে।

আজ রবিবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নির্বাচন শরু হয়।

এবারের নির্বাচনে মোট ৯ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিজয়ী ঘোষনা হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে দু,জন, তথ্য ও পাঠাগার পদে তিনজন, এবং কার্যকরী সদস্যে ২টি পদের বিপরীতে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, নির্বাচন কমিশনার একই বিভাগের ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও গণিত বিভাগের প্রভাষক মোঃ জনি আলম।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet