উৎসাহ উদ্দীপনায় হাবিপ্রবিতে মেকার ফেয়ার’১৯ অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনায় হাবিপ্রবিতে মেকার ফেয়ার’১৯ অনুষ্ঠিত

হাবিপ্রবি টুডেঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মেকার ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) টিএসসি নিচতলায় ‘IEEE HSTU Student Branch’ এর কাউন্সিলর শফিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডঃ বিধান চন্দ্র হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডিন আদিবা মহাজাবিন নিতু, সিএসই অনুষদের চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বী, ইইই বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক কিবরিয়া ও ইসিই বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ মাহবুব হোসাইন।

মেলায় ‘Soccer bot challenge’, ‘Poster presentation’ , Circuit Solving contest’, HAC/Problem solving contest’ সহ বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হয়।

IDEA তে, চ্যাম্পিয়ন হয় ‘Nucleon’ , প্রথম রানারআপ ‘Team Boson’, দ্বিতীয় রানারআপ ‘Minlscule Animi’ । ‘Circuit’ ইভেন্টে প্রথম হন ফরিদুল ইসলাম ইইই-১৭, দ্বিতীয় মোঃ রাজিন ইসলাম মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-১৯, তৃতীয় মোঃ শরিফুজ্জামান ইইই-১৭। ‘HAC’ ইভেন্টে চ্যাম্পিয়ন হন ‘Team-6’ । ‘Poster Presentation’ এ মোঃ জাহিদ ইসলাম, মোঃ শাহীন আলম, উম্মে ফাতেমা। ‘Soccer bot’ ইভেন্টে প্রথম ‘HSTU ROBO Maker’, দ্বিতীয় H-3।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানারআপ দলসমূহকে অতিথিরা পুরস্কৃত করেন।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের হাবিপ্রবি প্রতিনিধি মোঃ তানভির আহমেদ।



সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *