একুশে পদকপ্রাপ্ত চবির সাবেক অধ্যাপক চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

একুশে পদকপ্রাপ্ত চবির সাবেক অধ্যাপক চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

নুর নওশাদ, চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও একুশে পদক প্রাপ্ত খ্যাতনামা চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই।আজ(সোমবার) বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়,হৃদরোগ ও নিউমোনিয়ার কারণে গত ২৭ সেপ্টেম্বর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তাঁকে নিউমোনিয়া ও হৃদরোগের চিকিৎসা দেওয়া হচ্ছিল।তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ ছিল।

আজ বাদে এশা রাজবাড়ীতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।তাঁর প্রতিষ্ঠিত “বুনন আর্ট স্পেস” প্রাঙ্গণে তাঁকে কবরস্থ করা হবে।

মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন।তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং পরবর্তীতে ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মনসুর উল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন।চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।২০১৪ সালে তিনি শিল্পকলা একাডেমির সুলতান পদক লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *