মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

এক যুবককে পিটিয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১.৫৬ পিএম
প্রতিকী ছবি

সারাদেশ টুডেঃ-        বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  আব্দুর রাজ্জাক  নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

২৬ অক্টোবর শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২৫ অক্টোবর শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত যুবক আব্দুর রাজ্জাক বিনোদপুর ইউনিয়নের একবরপুর বিশ্বাসপাড়ার আবদুস সালামের ছেলে।

রিপন জানান (নিহতের বড় ভাই ), “পার্শ্ববর্তী বাড়ির কালাম  চাচার টিনের চালের পানি আমাদের জমির ওপর দিয়ে যাচ্ছিল। তা নিয়ে উভয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পলাশ, গকুল, মামুন ও সুজন আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ফলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে  শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ই শনিবার ভোরে তার মৃত্যু হয়।”

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৬ ।পুলিশ এ ঘটনার প্রেক্ষিতে সুজন ও ডালিয়া নামে দুজনকে আটক করেছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today