এক সঙ্গে নয়, এক এক করে সবাইকে ‘ফাঁসি’ দেওয়া হোক

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
এক এক করে সবাইকে ফাঁসি দেওয়া হোক

আন্তর্জাতিক টুডে


নির্ভয়ার মা আশাদেবী জানিয়েছেন, আইনের সঙ্গে তারা খেলা করছে। এক সঙ্গে নয়, প্রয়োজনে এক এক করে সবাইকে ফাঁসি দেওয়া হোক।

আশাদেবীর বক্তব্য, “ফাঁসির দিন ক্ষণ পিছিয়ে দেওয়াই আসল উদ্দেশ্য দোষীদের। এজন্যই আইনের সঙ্গে খেলা করছে ওরা। এর পরিণাম যে কী হতে পারে, তা বোঝাতেই এক এক করে ফাঁসি দেওয়া উচিত ওদের।”

২০১২ সালে ওই ঘটনার সময় নাবালক ছিল বলে সম্প্রতি সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল পবন গুপ্ত। সোমবার তার সেই আর্জি খারিজ করেছে শীর্ষ আদালত। এরপরই দণ্ডিতদের এক এক করে ফাঁসি দেওয়ার দাবি জানান আশাদেবী।

আশাদেবী এক সাক্ষাৎকারে বলেন, “ওদের ফাঁসি পিছিয়ে দেওয়ার কৌশল খারিজ হয়ে গিয়েছে। ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর হলে শান্তি পাব আমি। যে ভাবে একের পর এক বাধা সৃষ্টি করে ফাঁসি পেছানোর কৌশল করছে, তাতে এক এক করেই ফাঁসিতে ঝোলানো উচিত ওদের, যাতে আইনের সঙ্গে খেলা করার মানে বুঝতে পারে।”

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet