এসএসসির ফরম পূরণের সময় বেড়েছে ১০ দিন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
পেছাল এসএসসি পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক


জরিমানা বা বিলম্ব ফিসহ ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরমপূরণের সময় ১৩ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ফরম পূরণের জন্য ১০ দিন ফের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি সূত্রে, ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরমপূরণের সময় ১৩ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ‘সোনালী সেবার’ মাধ্যমে বিলম্ব ফিসহ ফরমপূরণের ফি জমা দেয়ার সময় ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এসএসসির অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী ২০ জানুয়ারি। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২০ সালের এসএসসি পরীক্ষা। আর ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet