ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনায় দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চলতি বছরের এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যস্ত বা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড সোমবার (২৫ জানুয়ারি) এ সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে । এ বিষয়ে সংশ্লিষ্টদের জানাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।
পুনর্বিন্যস্ত সিলেবাসে ৩ বিভাগের মোট ২৮টি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি বছরের এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত এই পাঠ্যসূচি তৈরি করেছে।
দ্য ক্যাম্পাস টুডে পাঠকদের জন্য এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হল।
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস দেখতে ক্লিক করুনঃ Click Here
ssc2021 short shyগেল বছরের ১৭ মার্চ মাস থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গতবছর স্কুলের কোনো শ্রেণির বার্ষিক পরীক্ষা বা পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। পরীক্ষা নিতে না পারায় গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফল ঘোষণা করা হবে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে।