মদ,গাঁজা,হিরোইন, ছাড়ি ধুমপান,
দায়িত্বে অবহেলা করি অবসান।
অসহায়ের সহায় হতে রাখি মন,
সত্যে দৃঢ় থাকবো এই করি পণ।
ঘুষ নেবো না দিবো না পাপ থেকে দূরে,
অাইনের নীতিমালা মানি নিজ সুরে।
অপরের মতামত দাম দিবো সবে,
অবজ্ঞা নাহি করি মান পাবে তবে।
লোভে কভুই পরো না রমণীর পিছে,
নাশ অানবে জীবনে ফেলে দিবে নিচে।
মিথ্যের কারবার করি পরিহার,
কল্যাণ ডাকবেই তোমা’ বারেবার।
মমতার মনোভাব সাজাবো চিত্তে,
সালাত অাদায় করি সবাই নিত্যে।
করো না হরণ কভু অন্যের মাল,
সদকা অাদায়ে তুমি রেখো না বেজাল।
ভেদাভেদ দূরে ঠেলে মীমাংসা করো,
চিরসত্যের ডাকে পথটি যে ধরো।
পিপাসকে পানি পানে তৃপ্তিতে রাখি,
ক্ষুধার্তকে অাহারে নিজ সুখ অাঁকি।
অসুস্থের সেবায় সহায়তাকারী,
স্বর্গের পথটাকে অাগে দিবে পাড়ি।
আগে সালাম প্রদান হবে পরে কথা,
এই হোক অামাদের জীবনের প্রথা।