‘ওরা একটা লাশ চেয়েছিল’: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

ক্যাম্পাস টুডে ডেস্কঃ মুক্তিযুদ্ধ মঞ্চে ও ছাত্রলীগের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে দেখতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন,’ওরা একটা লাশ চেয়েছিল’।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপি নুরকে দেখতে যান উপাচার্য। এসময় তিনি এ কথা বলেন। ঢাবি উপাচার্যের সঙ্গে ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তারা সকলে নুরের খোঁজখবর নেন। এসময় শিক্ষার্থীরা ভিসিকে হামলার নানা বিষয়ে অবগত করেন।

এ সময় উপাচার্যকে বলতে শোনা যায়, ‘আমি তথ্য পেয়েছি অনেক বহিরাগত এসেছিল। আমাকে ছবি দেখিয়েছিল প্রক্টর। আমার ধারনা তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল। তুমি তাদের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া এমন আটকে রাখা হবে কেন’?

উল্লেখ্য, রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet