ওরা জানে না
জান্নাতুল ফেরদৌসী মিশু
ওরা জানে না আজো
ইসলাম ধর্ম নয় ঠুনকো
নয় কোনো বিভ্রান্ত
ইসলাম শান্তির পথ
আল-কোরআনে বিশ্বস্ত।
কাশ্মীরে হওয়া জুলুম
অত্যাচারীত পুরুষ নারী সবে,
বাদ পড়ে নিই সদ্য জন্ম নেওয়া-
ফুটফুটে চাঁদের মতো শিশু গুলি।
ইসলাম ধর্ম নিয়ে কত হানাহানি করছে
ধৈর্য ধরেছে মুসলিম জাতি-
তবু ইমান আনছে প্রতিদিন।
আল্লাহ সহায় হবে
কাশ্মীর কে বাঁচাবে।
অত্যাচার জুলুম মানুষকে,
তিনি নিজে শাস্তি দিবে।
ওরা জানে না এখনো,
ইসলাম ধর্মে নেই কোনো বিষাদ
আছে শুধু আল্লাহর নামে ইবাদত!
ওরা জানে না তো,
হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত আমরা
শেষ নবীর পথে পথচলনকারী মোরা।
সংবাদটি শেয়ার করুন