কওমি মাদরাসার মাস্টার্স সমমান পরীক্ষা শুরু আগামী ২০ সেপ্টেম্বর

কওমি মাদরাসার মাস্টার্স সমমান পরীক্ষা শুরু আগামী ২০ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট

কওমি মাদরাসার মাস্টার্স সমমান পরীক্ষা শুরু আগামী ২০ সেপ্টেম্বর। পরীক্ষা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ।

আরবি মাসের হিজরি ২ সফর মোতাবেক এ তারিখ নির্ধারণ করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৩ ঘণ্টা করে পরীক্ষা চলবে। তবে ২৫ সেপ্টেম্বর শুক্রবারের পরীক্ষা সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত হবে।

সবশেষে কিরআত (মৌখিক) পরীক্ষা পূর্ব ঘোষণার মাধ্যমে যেকোনো দিন বিকেলে বা রাতে নেয়া হবে।

এই নম্বর মূল পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত না হলেও সনদপ্রাপ্তিতে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এর আগে ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো।

প্রসঙ্গত, পরীক্ষার্থীরা প্রথম পরীক্ষার ৩০ মিনিট আগে ও পরবর্তী পরীক্ষার ১৫ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *