করোনাকালে অসহায় ৮০ পরিবারের পাশে দাঁড়ালো রাবি ছাত্রলীগ নেতা

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

রাবি প্রতিনিধি


জাতীয় দুর্যোগে দেশ লকডাউন। এমতাবস্থায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কার্যক্রম রয়েছে বন্ধ। দেশের এই করুন পরিস্থিতিতে একের পর এক দুস্থ পরিবারের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার দিনাজপুরের কাহারোল উপজেলায় নিজ উদ্যোগে গ্রামের ৮০টি দুস্থ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো.মেজবাহুল ইসলাম।

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২ কেজি আলু, ৫০০গ্রাম তেল, ৫০০ গ্রাম ডাল এবং একটি করে সাবান।

মো. মেজবাহুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমার নিজ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধ থাকায় আমি বাসাতেই অবস্থান করছি। বাসাতে অবস্থান করার কারণে আমি আমার ক্যাম্পাসের দুই মাসের খরচ দিয়ে আমার নিজ উপজেলার অসহায় দরিদ্র ও মধ্যবিও ৮০ টি পরিবারের মাঝে জাতীয় দুর্যোগকালে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কিছু খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও জানান, করোনায় দেশের উদ্ভুত পরিস্থতির উপর নির্ভর করে এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet