করোনাভাইরাস আতঙ্কে শরীরে প্লাস্টিক জড়ালেন বিমানযাত্রী (ভিডিও)

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
করোনাভাইরাস আতঙ্কে শরীরে প্লাস্টিক জড়ালেন বিমানযাত্রী (

ক্যাম্পাস টুডে ডেস্ক


এখনো করোনা ভাইরাসের আতঙ্ক পিছু ছাড়ে নি। এ ভাইরাসের আতঙ্ক ও সংক্রামক থেকেনিজেদের রক্ষা করতে অভিনব পন্থা বের করেন দুই যাত্রী। তাঁরা শরীরে প্লাস্টিক জড়িয়ে প্লেন ভ্রমণ করলেন দুই যাত্রী। তাদের এই অভিনব পন্থা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। যা এখন খবরের শিরোনাম হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সিডনি থেকে অস্ট্রেলিয়া উপকূলে হ্যামিলটন দ্বীপে যাওয়ার একটি ফ্লাইটে দুই যাত্রী মুখোশ, গ্লাভস এবং পুরো শরীর প্লাস্টিকের আবরণ দিয়ে নিজেদের আবৃত করে রেখেছেন।

ভিডিওটি অ্যালিসা নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। যা পোস্ট হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় ১৫ জন আক্রান্ত হওয়ার খবর এসেছে।

ভিডিওটি দেখুন

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet