করোনার মধ্যে যুবলীগ নেতাকর্মীদের সমাবেশ, ওসি প্রত্যাহার

করোনার মধ্যে যুবলীগ নেতাকর্মীদের সমাবেশ, ওসি প্রত্যাহার

সারাদেশ টুডে


করোনাভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সারাদেশে জনসমাগম-সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও পাঁচ হাজারের ও অধিক লোক নিয়ে জনসমাবেশ করেছেন সরকার দলীয় যুবলীগ নেতারা।

ঘটনাটি সিরাজগঞ্জের বেলকুচিতে। যুবলীগ নেতারা সহস্রাধিক লোক নিয়ে সমাবেশ করেছেন। বিশেষ করে করোনা মহামারীর মধ্যে পুলিশি পাহারায় জনসমাবেশ করায় সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে কথিত অভিযোগ তুলে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। জেলার করোনা হটস্পট হিসেবে খ্যাত বেলকুচি পৌর সদরে সমাবেশ করায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক জানান, বেলকুচি যুবলীগ আহ্বায়ক সংগঠনবিরোধী কাজ করেছেন। জেলার অভিভাবক সংগঠন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করাতে আমরা মর্মাহত। তিনি জানান, তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। কেন্দ্র থেকে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। দ্রুতই তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে থানার ওসি ঘটনা জেনে সমাবেশে বাধা না দেওয়ায় সমালোচনার মুখে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে রাতেই প্রত্যাহার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *