করোনায় ক্ষতিগ্রস্তদের কোটি টাকা দিয়ে সহায়তা করবে রাবি

করোনায় ক্ষতিগ্রস্তদের কোটি টাকা দিয়ে সহায়তা করবে রাবি

এমএ জাহাঙ্গীর, রাবি প্রতিনিধি


করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরী এক সভায় বুধবার সকাল ১০ টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক আব্দুল আলীম। এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এই সিদ্ধান্তের ভুয়সী প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ জানান, সারা পৃথিবীতে এই মুহুর্তে সংকট চলছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। সাধারণ মানুষসহ সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ মুহুর্তে যার যেমন সামর্থ আছে তা দিয়েই এই সংকটের মোকাবিলা করতপ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত অবশ্যই সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিলো। আমরা স্বাগত জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমরা চাই দেশের প্রয়োজনে সবসময় এগিয়ে থাকতে।

এদিন সকালের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্ব করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *