করোনায় শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া সেই মাজিস্ট্রেট মারা গেছেন

করোনায় শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া সেই মাজিস্ট্রেট মারা গেছেন

আন্তর্জাতিক টুডে


ভারতের পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায় মা’রা গেছেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জে’লার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতা’লে মা’রা যান তিনি। তার বাড়ি কলকাতার দম’দমের মতিঝিল এলাকায়।

লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

দেবদত্তার মৃ’ত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেট’কে কোভিড-যু’দ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সে’নানী’ হিসেবেও উল্লেখ করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার করো’না পজিটিভ রিপোর্ট আসে তার। তবে তিনি হাসপাতা’লে ভর্তি হননি। উত্তর ২৪ পরগনা জে’লা স্বাস্থ্য দফতরের পরাম’র্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার তার শ্বা’সক’ষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতা’লের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মা’রাত্মকভাবে কমে গিয়েছিল তার। সোমবার সেখানেই মা’রা যান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *