করোনা পরীক্ষার জন্য চবির দুই বুথ

করোনা পরীক্ষার জন্য চবির দুই বুথ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যগণের করোনা পরীক্ষার সুবিধার্থে শহরে ও হাটহাজারিতে দুইটি বিশেষ বুথ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টার মধ্যে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল এবং ৯টা থেকে ১১টায় মধ্যে হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা দেওয়া যাবে।

বুধবার (২৮জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল ও হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য ও পোষ্যগণ করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারবে। এজন্য প্রক্টর অফিসের নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাবলি দিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া দ্য ক্যাম্পাস টুডেকে বলেন, উপাচার্যের সম্মতিতে করোনা উর্ধ্বগতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যগণের সুবিধার্তে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট দুইটি বুথে গিয়ে তারা করোনা পরীক্ষা করাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *