করোনা ভাইরাসে আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,
জাতীয় সংসদে করোনার পরিস্তিতির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিল পাস হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) সংসদ সদস্যদের সম্মতিক্রমে এ বিল পাস হয়।

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এই তথ্য জানান।

সোমবার জানান, গত শনিবার থেকে জ্বর অনুভব করছিলেন শিক্ষামন্ত্রী। আইইডিসিআর রোববার তার নমুনা পরীক্ষা করিয়ে রাতেই রিপোর্ট দিয়েছে, ফল পজিটিভ এসেছে।

ঠান্ডা-জ্বর থাকলেও শিক্ষামন্ত্রীর অন্য কোনো উপসর্গ নেই কর্মকর্তা জানিয়ে বলেন, ‘তিনি বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds