করোনা মুক্তির জন্য রমজানে মুসলিমদের বেশি করে ইবাদতের আহ্বান মোদির

করোনা মুক্তির জন্য রমজানে মুসলিমদের বেশি করে ইবাদতের আহ্বান মোদির

আন্তর্জাতিক টুডেঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তিলাভের জন্য মুসলিম সম্প্রদায়কে রমজান মাসে আরও বেশি করে ইবাদত করার আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ” এই সময়ে মুসলিমদের উচিত বেশি করে ইবাদত করা, যাতে ঈদের আগেই গোটাবিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।”

এদিকে এনডিটিভি জানিয়েছে, প্রতি মাসের শেষ রবিবার বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। আজ রবিবার ভাষণে করোনা সংক্রমণ নিয়ে কথা বলেন তিনি।

ওই নিয়মিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশের প্রতিটি নাগরিক করোনা যুদ্ধের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে লড়ছে। সবাই একে অপরকে সাহায্য করছে। অনেকে গরীবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন।’

মোদি আরো বলেন, ‘মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে- একদিনে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯০ জন। এ নিয়ে আজ (রবিবার) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৬ জনে এবং মৃত্যু হয়েছে ৮২৪ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *