করোনা রোধে সুবর্ণজয়ন্তী উৎযাপন পর্ষদের ৩০ লাখ টাকা অনুদান: বাণিজ্যমন্ত্রী

করোনা রোধে সুবর্ণজয়ন্তী উৎযাপন পর্ষদের ৩০ লাখ টাকা অনুদান: বাণিজ্যমন্ত্রী

জিটিসি টুডে


করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ৩০ লাখ টাকা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের ৫০ বছরপূর্তি উৎযাপন পর্ষদ।

রবিবার (০৫ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ত্রাণ তহবিলে ৩০ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ে দায়িত্বশীল ব্যক্তি চেকটি গ্রহণ করেন। চেক তুলে দেন তিতুমীর কলেজে সুবর্ণজয়ন্তী উৎযাপন পর্ষদের আহবায়ক ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। সঙ্গে ছিলেন কলেজের সাবেক ভিপি ও উদযাপন পর্ষদের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন আহমেদ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমরা তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা মিলেই ওই টাকার আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করেছি। কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে যে অর্থ সংগৃহীত হয়, তার থেকে ৩০ লাখ টাকা আমাদের হাতে ছিল। জাতীয় দুর্যোগে আমরা ওই টাকাটা দান করেছি।

তিতুমীর কলেজের সাবেক এই শিক্ষার্থী বলেন, আমি এই কলেজ থেকে পড়াশোনা করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে কলেজের নাম জড়িয়ে রয়েছে। আমরা এই দুর্যোগে যতটা পেরেছি এগিয়ে এসেছি। সবাই এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে সাময়িক সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *