করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন চলুক: জাতিসংঘ মহাসচিব

করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন চলুক: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক টুডে: করোনা তাণ্ডবে কাঁপছে সারাবিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন অবস্থায় রয়েছে।

করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত লকডাউন তোলা উচিত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, করোনার উত্তর না মেলা পর্যন্ত লকডাউন চলুক। একমাত্র কোভিড-১৯ এর ভ্যাকসিনই পারে বিশ্বকে স্বাবাবিক জীবনযাত্রা স্বাভাবিক করুক।

এই বছরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা বলেও জাতিসংঘের মহাসচিব আশাপ্রকাশ করেছেন।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) আফ্রিকান দেশগুলোর সাথে করোনা সংক্রান্ত এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

ওই ভিডিও বৈঠকে আফ্রিকার প্রায় ৫০টি দেশ অংশ নেয়। আতঙ্ক রুখতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে পরামর্শ দেন গুতেরেস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *