করোনা সংক্রমণে ঝুঁকি নিয়ে সেবা দেওয়ায় পুরস্কার পেল ইংল্যান্ডের বানবুরি মাদারি মসজিদ

করোনা সংক্রমণে ঝুঁকি নিয়ে সেবা দেওয়ায় পুরস্কার পেল ইংল্যান্ডের বানবুরি মাদারি মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক


করোনা সংক্রমণের সময় মানবিক সহায়তা করায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে অবস্থিত বানবুরি মাদানি মসজিদ।

এর আগে গত ১৪ আগস্ট উত্তর অক্সফোর্ডশায়ারের সংসদ সদস্য ভিক্টোরিয়া প্রেন্টিসের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি লেখেন, ‘লকডাউনের সময় ঝুঁকি গ্রহণ করে মানুষের সেবায় এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ।’

শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ‘করোনা মহামারির সময় সমাজসেবায় এগিয়ে আসা অদেখা বীরদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। বানবুরি এলাকাবাসীর জন্য আপনারা খাদ্য সরবরাহ করেছেন। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। রমজান মাসেও আপনারা আধ্যাত্মিকভাবে মানুষের সেবা করে যান।’

জানা যায়, গত সপ্তাহে মসজিদটির তত্ত্বাবধানে কমিউনিটির সবার জন্য খাদ্য, ওষুধপত্র, চিকিৎসাসেবা ও ফ্রিজের ব্যবস্থা করা হয়। করোনাকালে মসজিদের স্বেচ্ছাসেবীরা আইসোলেশনে থাকা হাজারের বেশি দুর্বল ব্যক্তির খাদ্য সরবরাহ করে।

সূত্র : বানবুরি গার্ডিয়ান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *