কাল নামছে পেঁয়াজের কার্গো বিমান

কাল নামছে পেঁয়াজের কার্গো বিমান

জাতীয় টুডেঃ পেঁয়াজের প্রথম চালান দেশে আসছে আগামীকাল কার্গো বিমানে করে । মিশর থেকে আমদানি করা হচ্ছে এই পেঁয়াজ। এই চালান দেশে এলে বাজার স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

বাণিজ্য সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে দ্রুত গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক ও চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ অনুযায়ী এস আলম গ্রুপ মঙ্গলবার কার্গো বিমানযোগে পেঁয়াজের প্রথম চালান নিয়ে আসছে।পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন তদারকি অব্যাহত রেখেছে। এই পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বাণিজ্য সচিব আরও বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন জেলায় মাঠ থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *