কিম কে সুস্থ দেখে আমি অত্যন্ত খুশি : মার্কিন প্রেসিডেন্ট

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

টিসিটি টুডে: কিম কে সুস্থ দেখে আমি অত্যন্ত খুশি এমন মন্তব্য করে টুইটে নিজের আনন্দ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট।

কয়েকটি এডিট করা ছবির জের। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং-উনের মৃত্যু জল্পনা ছড়িয়েছিল গোটা বিশ্বে। অবশ্য সেই জল্পনা শেষ করে নিজেরাই কিমের ছবি প্রকাশ করেছে সে দেশের সরকার। সেই ছবি দেখে খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। “উনি সুস্থ ভাবে ফিরে আসায় আমি ব্যক্তিগতভাবে খুব খুশি,”।

চলতি সপ্তাহে কিম জং-উনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “উনি কেমন আছেন আমি জানি, সময় হলে সবাই জানবে।” অর্থাৎ পুরোটাই যে গুজব হতে পারে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছিল আন্তর্জাতিক মহলে। তাছাড়া ওয়াশিংটনের প্রকাশিত কিমের ব্যক্তিগত ট্রেনের ছবিতেও অনেকটাই ভাটা পড়েছিল কিমের অন্তর্ধান তত্ত্বের জোয়ারে।

গত ১১ এপ্রিল থেকে সংবাদমাধ্যমের সামনে আসেননি কিম জং-উন। ১৫ এপ্রিল তাঁর ঠাকুরদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ না দেওয়ায় আর‌ও বাড়ে জল্পনা।

তবে এবার সব জল্পনার অবসান নিজেই ঘটালেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet