কুকুরের ধাওয়ায় সড়কে পরিবহনের চাপায় এক কিশোরের মৃত্যু ।

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ- ঝিনাইদহের ডাকবাংলা বাজারে দ্রুতগামী রয়েল নামক পরিবহনের চাপায় সুমন নামের ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর সোমবার সকাল পৌনে ৮ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।সুমন পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।সে ডাকবাংলা বাজারের একটি মটর গ্যারেজের শ্রমিক হিসেবে কাজ করতো।

মকলেচুর রহমান (ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি) জানান, “সকালে সুমন ডাকবাংলা বাজারে মটর গ্যারেজের দাঁড়িয়েছিল । এ সময় একটি কুকুর তাকে ধাওয়া করে। পরে সে দৌড়ে রাস্তার উপর উঠলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দ্রুতগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।ফলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।”

আইসি আরো বলেন, ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet