কুবিতে প্রতিবর্তনের বসন্ত উৎসব

কুবিতে প্রতিবর্তনের বসন্ত উৎসব

ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


নাচ-গানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বসন্ত উৎসব ১৪২৬ পালন করা হয়েছে। ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এর আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ঋতুরাজ বসন্ত কে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. এনামুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ প্রতিবর্তনের সদস্য এবং বিভিন্ন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

শীতের রিক্ততাকে বিদায় দিয়ে নানা আয়োজনে বরণ করে নেয়া হয় ঋতু রাজ বসন্তকে। সেই বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের গান, নাচ, কবিতা আবৃত্তি এবং অভিনয়সহ নানা আয়োজন করেন তারা।

অনুষ্ঠানটি উদ্বোধন করে রেজিস্টার বলেন ‘একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ভুমিকা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সহযোগীতা অব্যাহত রাখা হবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *