কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ে মূল প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, প্রধান আলোচক ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ চন্দ্র সিংহ রায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু রিসার্স ইনস্টিটিউট’ করার জন্য আহবান জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র মজুমদার।

প্রধান আলোচকের বক্তব্যে সুভাষ চন্দ্র সিংহ রায় বলেন, ‘কারাগারে থাকার অবস্থায় বঙ্গবন্ধু দেশের মানুষের কথা চিন্তা করতেন, চিন্তা করতেন দেশের কল্যাণের। বঙ্গবন্ধু বাংলা ভাষাকে উচ্চতর মর্যাদায় নিয়ে যান। সংবিধান রচনায় তাঁর ভুমিকা ছিল অনস্বীকার্য। তিনি আরও বলেন ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মিডিয়াগুলোও গুরুত্বসহকারে প্রকাশ করেছিল এবং বাংলাদেশের উন্নয়নের ধার উন্মোচন হবে বলেও জানান।’

এসময় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার এবং সভাপতি দায়িত্ব পালন করেন, শিক্ষক সমিতির সভাপতি রশিদুল ইসলাম শেখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা, কর্মকর্তা ও কর্মচারীরা, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds