কুবিতে ভর্তিচ্ছুদের পাশে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশন

কুবিতে ভর্তিচ্ছুদের পাশে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এসোসিয়েশন

কুবি টুডে: কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বুড়িচং শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন।

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনের সদস্যদের উদ্যোগে কেটবাড়ী এলাকায় পরীক্ষার কেন্দ্রের সামনে বুথ করে ৩০০-৩৫০জন পরীক্ষার্থীর ব্যাগ, মোবাইল, মানিব্যাগ, হাত ঘড়ি রাখার ব্যবস্থা করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, পানির ব্যবস্থা করা হয়। এছাড়া ভুল করে অন্য কেন্দ্রে চলে আসা শিক্ষার্থীদের দ্রুত সময়ে নিজ কেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়।

বুড়িচং- ব্রাহ্মণপাড়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম সায়েম বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীরা অনেক দূর থেকে অামাদের এখানে পরীক্ষা দিতে আসেন। তাদের সহায়তা করতে সবসময় প্রস্তুত ছিলাম আমরা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। আমরা পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ, ঘড়ি রাখার ব্যবস্থা করেছি। এছাড়া অভিভাবকদের জন্য বসার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়। ভবিষ্যতেও আমাদের এ উদ্যোগ চলমান থাকবে।’

#দ্যা ক্যাম্পাস টুডে
#শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *