কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুবি টুডেঃ যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন বিভাগ সমূহ, কর্মকর্তা ও কর্মচারী পরিষদ, শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো, সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনগুলো শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সেখানে তিনি ১৯৭১ সালের বুদ্ধিজীবীদের হত্যার নৃশংসতা, মুক্তিযুদ্ধে তাদের অবদান ও ভাবগাম্ভীর্য নিয়ে আলোচনা করেন। একই সাথে মুক্তিযুদ্ধ চেতনাকে বুকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি ইকবাল মুনাওয়ার।


সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *