কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমাবর্তন’ অনুষ্ঠানের কথা সবার মুখে মুখে। আলোচনা-সমালোচনা চলছে সমাবর্তনের আদ্যোপান্ত নিয়ে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভিষেক সমাবর্তনে রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীরা পাচ্ছেন বিভিন্ন ধরনের আকর্ষনীয় উপহার সামগ্রী।
রবিবার (২৪ নভেম্বর) সমাবর্তনের প্রচার কমিটি এক সংবাদ সম্মেলনে জানান, রেজিষ্ট্রেশন করা শিক্ষার্থীদেরকে একটি আকর্ষণীয় ব্যাগ প্রদান করা হবে। সেই ব্যাগের ভেতর উপহার হিসেবে থাকবে ফেরতযোগ্য সমাবর্তনের গাউন, অফেরতযোগ্য ক্যাপ, টাই, মগ, কলম, ‘সুভ্যিনিয়র’ সহ আরো নানান উপহার সামগ্রী। পাশাপাশি শিক্ষার্থীদের প্রদান করা হবে ‘লাঞ্চ বক্স’।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। এর রেজিষ্ট্রেশন এর শেষ সময় আগামী ৩০ নভেম্বর।
দ্য ক্যাম্পাস টুডে।
সংবাদটি শেয়ার করুন