সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

কুবির ১ম সমাবর্তন আয়োজনে সমন্বয় কমিটির সভা

  • আপডেট টাইম সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ৮.৩৬ পিএম

মুহাম্মদ ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন আয়োজনের লক্ষ্যে সমাবর্তনের সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাইজার মোহাম্মদ ফারাবী,, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিম-ঊল-আহসান, এনএসআইয়ের উপ-পরিচালক জাফর ইকবাল, সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক মোঃ আবদুস সায়েমসহ আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তগণ ।

সভায় উপস্থিত সকলকে প্রথমে ধন্যবাদ জানিয়ে সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে সকলের নিকট মতামত চান উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ১ম সমাবর্তন কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবু তাহের সমাবর্তন আয়োজনের সকল বিষয় সভায় উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত সকলে সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়ে মতামত প্রদান করেন।

সভার পরে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী সবাইকে নিয়ে সমাবর্তন আয়োজনের স্থান পরিদর্শন করেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today