কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বে মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানিকগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশনের-২০১৯ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটি আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দশম ব্যাচের রাশেদুল গনিকে সভাপতি ও অর্থনীতি ১১ তম ব্যাচের রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি পদে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের গোপাল সূত্রধর ও সিএসই বিভাগের আরফিন হুমায়রা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাকিবুল ইসলাম ও শশী আফরোজ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জয় রাজ বংশী ও দেলোয়ার হোসাইন।

এছাড়াও অর্থ সম্পাদক পদে রয়েছেন তাসরিফ খন্দকার, প্রশাসনিক সম্পাদক রবিন হোসাইন, জনসংযোগ সম্পাদক জনি সরকার এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফারজানা আক্তার ও মিথিলা নূর।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।



 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds