কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের নতুন পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব দেওয়া হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন -২০১৬ এর তফসিল ধারা ১৪(১, ২ , ৩) অনুযায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, নতুন ছাত্র পরামর্শক এর আগে ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আহসান উল্যাহ।
সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।
সংবাদটি শেয়ার করুন