শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: দুর্ঘটনায় ৭ শিক্ষার্থী আহত, ঢাকায় প্রেরণ ১

  • আপডেট টাইম বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ৬.০১ এএম
ছবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ছবিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি টুডে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইজি বাইক উল্টে মার্কেটিং বিভাগের সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে কোটবাড়ি-টমছম ব্রিজ সড়কের সাতরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় আহতরা হলেন- দিপ্ত চৌধুরী, নিগার সুলতানা বৃষ্টি, লিপি আক্তার মুক্তা, সুমাইয়া আক্তার, সায়রা কবির, সাইদুল ইসলাম, এবং শাহরিয়ার কবির আলভি। সকলেই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর মধ্যেদিপ্ত চৌধুরী, নিগার সুলতানা বৃষ্টি এবং লিপি আক্তার মুক্তার অবস্থা আশঙ্কাজনক। দিপ্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বৃষ্টি ও লিপিকে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী ফয়সাল ইসলাম বলেন, বিকাল তিনটার দিকে কোটবাড়ি থেকে ইজিবাইকে করে কান্দিরপাড় যাওয়ার পথে সাতরায় মোড় ঘুরানোর সময় ইজি বাইকের গতি না কমানোয় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় দিপ্ত ইজিবাইকের নিচে চাপা পড়ে। ফলে তার কোমরের হাঁড় ভেঙ্গে যায়।

এসময় ইজিবাইকে থাকা অন্যান্য যাত্রীরা ছিটকে পড়ে যায় এবং বৃষ্টির কাধের হাঁড় ভেঙ্গে যায়। পরে আহতাবস্থায় তাদেরকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে দিপ্ত’র অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ধানমন্ডির গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today