কুয়াশা কাফন
গাজিবর রহমান
শুকনো বকুল ফুলে, আজো স্মৃতিরা জেগে আছে ।
যে পথে তুমি চলে গেছ, সে পথ চেয়ে বসে আছি ।
যদি কোনো দিন দেখা পাই, শিউলী ঝরা ভোরে ।
জীবন চলে বহতা নদীর মত, তোমারেই খুঁজে খুঁজে ।
কুয়াশা কাফন শিশিরে ভেজা, রোদেরা মেলে ডানা ।
মনে পড়ে তোমায়, যখন পুষ্প বুকে শিশির মড়ে ।
সংবাদটি শেয়ার করুন