ক্যান্সারের কাছে হার মানলো বেরোবি শিক্ষার্থী লিংকন

ক্যান্সারের কাছে হার মানলো বেরোবি শিক্ষার্থী লিংকন

বেরোবি প্রতিনিধি


দীর্ঘ আটমাস ক্যান্সারের সাথে করে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিব হাসান লিংকন।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লিংকনের মা শেফালী বেগম।

জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের মালয়েশিয়ান প্রবাসী আবদুর রশিদ ও গৃহিণী শেফালীর একমাত্র সন্তান লিংকন হাসান সজিব। গত বছরের ডিসেম্বরে প্রাথমিক চিকিৎসা শেষে ‘Fibrosercoma’নামক মুখের ক্যান্সারে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা।

পরে তাদের পরামর্শ অনুযায়ী চলতি বছরের ২২ জানুয়ারি টিউমার অপারেশন করা হয় এবং তিনবার ক্যামোথেরাপি দেওয়া হয়। এতে ৭ থেকে ৮ লাখ টাকা খরচও হয়েছে। তাদের সামান্য যেটুকু জমি ছিল তা বিক্রি করে ছেলের চিকিৎসায় ব্যয় করেছেন। মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করে ছেলের লেখাপড়ার খরচ ও সংসারের খরচ চালাতেন লিংকনের বাবা। কিন্তু করোনাকালীন মহামারিতে আয় বন্ধ থাকায় ছেলের চিকিৎসার জন্য বিপুল অর্থ সংগ্রহ করতে না পারায় দুশ্চিন্তায় দিনাতিপাত করছিলেন তারা।

তার অকাল মৃত্যুতে তার সহপাঠি, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সহ শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *