ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের দায়িত্ব আমি নেব নাঃ জাবি প্রক্টর

জাবি টুডে


মাইকিং করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন ‘ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীর দায়িত্ব আমি নেব না।’

তিনি আরও বলেন, ‘শুনেছি গেরুয়া বাজারে মেসে থাকা আমাদের অনেক শিক্ষার্থীদের বাসায় স্থানীয়রা ত’ল্লা’শি চালাচ্ছে।’

এর আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় একাধিক শিক্ষার্থী গুরুতর আহত এবং অন্তত তিনটি মোটরগাড়ি ভাঙচুর করা হয় ।

তবে স্থানীয়দের অভিযোগ, স্থানীয় এক বাসিন্দাকে আটকে চাঁদা দাবি করায় তারা এ হামলা চালিয়েছে।

আজ (শুক্রবার) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনটি মোটরগাড়ি ভাঙচুর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মসজিদগুলোতে মাইকিং করে স্থানীয়দের জড়ো করা হয়।

আরও পড়ুনমাইকিং করে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা

এদিকে পুলিশ জানায়, খবর পেয়ে আশেপাশের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও আহত শিক্ষার্থীদের উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পাশে বেশকিছু দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়া হলেও তা উপেক্ষা করে বারবার সংঘর্ষ হচ্ছে।

সাভার থানার ও’সি (তদ’ন্ত) এফ এম সাঈদ বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। শিক্ষার্থীদের উ’দ্ধা’র করার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *